লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে নজরুল সম্মেলন

বণিক বার্তা প্রতিনিধি লক্ষ্মীপুর

 জাতীয় কবি কাজী নজরুল সম্মেলন উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল ১০টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউট লক্ষ্মীপুর জেলা প্রশাসকের যৌথ আয়োজনে কলেজের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন পর্যটনমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, কবি নজরুল গবেষক আবু হেনা আবদুল আউয়াল, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক উত্তম কুমার প্রমুখ

সভায় বক্তারা বলেন, কবি কাজী নজরুল ইসলাম গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন বলে ছোটবেলায় তার নাম রাখা হয় দুখু মিয়া তিনি তার কবিতা চয়নে কখনো প্রেমিক, কখনো বিদ্রোহী, দেশপ্রেম, দুঃখসহ বিভিন্ন চরিত্রের রূপ দিয়েছিলেন সেই জাতীয় কবিকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতেই তিন দিনব্যাপী নজরুল সম্মেলনের আয়োজন করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন