কমিশনের নোটিফিকেশনের ব্যত্যয়

শেফার্ড জিন্সের শেয়ার না কিনতে শেফার্ড ইন্ডাস্ট্রিজকে নির্দেশ বিএসইসির

নিজস্ব প্রতিবেদক

 গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত ১১৩তম পর্ষদ সভায় শেফার্ড জিন্স লিমিটেড নামে একই গ্রুপভুক্ত নতুন একটি কোম্পানির কোটি ৫৫ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নেয় শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০ টাকা অভিহিত মূল্যে মোট শেয়ারমূল্য ধরা হয় ১৫ কোটি ৫০ লাখ টাকা এর মাধ্যমে মূলত শেফার্ড জিন্সের জমি, ফ্যাক্টরি বিল্ডিং যন্ত্রাংশ কেনার কথা ছিল কোম্পানিটির কিন্তু বেশকিছু তথ্যে গরমিল পাওয়ায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের ২০() ধারা অনুযায়ী শেফার্ড জিন্সের শেয়ার কেনা সম্পদ হস্তান্তর করা থেকে বিরত থাকতে ইস্যুয়ার কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

গত বৃহস্পতিবার রাতে পাঠানো কমিশনের নির্দেশনায় বলা হয়, শেফার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ তাদের ১১৩তম পর্ষদ সভায় জমি, ভবন যন্ত্রাংশের যে ভ্যালুয়েশন করেছে তাতে কমিশনের ২০১৩ সালের ১৮ আগস্টের বিজ্ঞপ্তির ব্যত্যয় ঘটেছে শেফার্ড জিন্স লিমিটেড নামক কোম্পানিটির ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন), ট্রেড লাইসেন্স, ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি), এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি), বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, বিজিএমইএ মেম্বারশিপ নাম্বার, ইপিবি লাইসেন্স নাম্বার, ফ্যাক্টরি লাইসেন্স নাম্বার, ফায়ার লাইসেন্স নাম্বার এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখনো প্রক্রিয়াধীন রয়েছে

এতে বলা হয়, শেফার্ড ইন্ডাস্ট্রিজ শেফার্ড জিন্স উভয় কোম্পানিরই নিবন্ধিত কার্যালয় ফ্যাক্টরি ঠিকানা একই তার মানে শেফার্ড ইন্ডাস্ট্রিজেরই ঠিকানা ব্যবহার করছে নতুন শেফার্ড জিন্স অন্যদিকে, শেফার্ড জিন্সের পরিচালক মাত্র দুজন, যারা একই সঙ্গে শেফার্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক তার মানে ট্রান্সফারর ট্রান্সফারি উভয়ই রিলেটেড পার্টি সম্পদ হস্তান্তর শেয়ার অধিগ্রহণ বিষয়ে উভয় কোম্পানির পর্ষদ সভাও অনুষ্ঠিত হয় একই দিনে

কমিশনের নির্দেশনায় আরো বলা হয়, শেফার্ড ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভায় গ্রাউন্ড ফ্লোরসহ শেফার্ড জিন্সের তিনতলা ভবন ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলেও জমাকৃত নকশায় দেখা যায়, ভবনটি গ্রাউন্ড ফ্লোরসহ চারতলা আর্টিস্টিক প্রপার্টিজ লিমিটেডের পক্ষে ইস্যু করা ১৪ আগস্ট ২০১৮ তারিখের কার্যাদেশে দেখা যায়, ভবনটির মূল্য কোটি ২০ লাখ টাকা কিন্তু ২৪ অক্টোবরের পর্ষদ সভায় জমিসহ ফ্যাক্টরি ভবনের মূল্য দেখানো হয় কোটি লাখ টাকা

এসব বিষয়ে বণিক বার্তার পক্ষ থেকে জানতে চাইলে শেফার্ড ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব মোহাম্মদ আবু জাফর বলেন, চূড়ান্তভাবে শেয়ার ক্রয়ের আগে অবশ্যই

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন