ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

 ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কোম্পানিটির পর্ষদ সভা হওয়ার কথা ছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর পর্ষদ সভা অনুষ্ঠিত হবে, যেখানে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ইন্ট্রাকোর পর্ষদ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা পয়সা ৩০ জুন সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৮৪ পয়সা ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শতাংশ নগদের পাশাপাশি শতাংশ স্টক লভ্যাংশ দেয় ইন্ট্রাকো

আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় অবস্থিত ইন্ট্রাকো কনভেনশন হলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর

গত বছর ফিক্সড প্রাইস (স্থির মূল্য) পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসা ইন্ট্রাকো সম্প্রতি তাদের আইপিও তহবিলের অর্থ ব্যয়ের পরিকল্পনায় পরিবর্তন এনেছে আগের সিদ্ধান্ত অনুযায়ী, তহবিলের অংশবিশেষ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গায় একটি বটলিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা ছিল ইন্ট্রাকোর তবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পরিকল্পনা থেকে সরে এসে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সদ্য স্থাপিত একটি এলপিএফ সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে কোম্পানিটিকে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন