এজিএম পর্যন্ত শেয়ার হস্তান্তর করতে পারবেন না সিমটেক্সের উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

 বুধবার (১৩ নভেম্বর) নিজের হাতে থাকা কোম্পানির কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪৯টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৩২ হাজার ২০৫টি শেয়ার নিজের ছেলে কোম্পানির অন্যতম পরিচালক নিয়াজ রহমান শাকিবের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক মো. সিদ্দিকুর রহমান তবে কোম্পানিটির আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার হস্তান্তর করতে পারবেন না

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর ৩০() ধারা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী ২৬ ডিসেম্বর সিমটেক্সের এজিএম হওয়ার কথা রয়েছে এজিএমের পরের ৩০ কার্যদিবসের মধ্যে তিনি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন

২০১৫ সালে শেয়ারবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা রিজার্ভে রয়েছে ৪৯ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা মোট শেয়ার সংখ্যা কোটি ৫৮ লাখ হাজার ১২৫ এর মধ্যে ৩০ দশমিক ৬৯ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালক, ১৩ দশমিক ৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৫৫ দশমিক ৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন