তাপমাত্রা বাড়ার পূর্বাভাসে নতুন দাবানলের আশঙ্কায় অস্ট্রেলিয়া

বণিক বার্তা ডেস্ক

 আগামী দিনগুলোয় তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে অস্ট্রেলিয়ায় ফলে দেশটিতে জ্বলতে থাকা দাবানল আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে খবর বিবিসি 

অস্ট্রেলিয়ার দুটি রাজ্যে এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত চারজনের প্রাণ হারানোর কথা জানা গেছে মূলত খরা-কবলিত কৃষিজমি ঝোপঝাড়ের কারণে দাবানল এত ভয়াবহ রূপ ধারণ করেছে

গতকাল পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেলেও এখনো নিউ সাউথ ওয়েলস কুইন্সল্যান্ড রাজ্য দুটিতে প্রায় ১২০টি দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের পরিস্থিতির মধ্যেই রাজ্য দুটির কর্তৃপক্ষগুলো সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিন দেশজুড়ে গরম বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আগুন বেড়ে যেতে পারে চলতি সপ্তাহ শেষে পশ্চিম অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে বলে পূর্বাভাস করা হয়েছে

অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম দাবানলে নিউ সাউথ ওয়েলসের প্রায় ৩০০টি বাড়ি ১০ লাখের বেশি জমি পুড়ে গেছে

আগামী কয়েক মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস করা হয়েছে ফলে এসব দাবানল কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে অগ্নিনির্বাপক বিভাগ

উচ্চ তাপমাত্রা তীব্র বাতাসের কারণে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ আগামী সপ্তাহে নতুন করে আগুন লাগার আশঙ্কা করছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন