বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেটের পরিকল্পনা লেবার পার্টির

বণিক বার্তা ডেস্ক

 ১২ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে জিতলে জনগণকে বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে খবর বিবিসি

লেবার পার্টি জানিয়েছে, নির্বাচনে জয়ী হলে পরবর্তী সরকারের আওতায় যুক্তরাজ্যের ইন্টারনেট ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হবে এর অংশ হিসেবে দেশজুড়ে ফুল-ফাইবার ব্রডব্যান্ড সংযোগ স্থাপন করে জনগণকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেয়া হবে ব্রিটিশ ব্রডব্যান্ড নামে সেবা পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হবে প্রান্তিক এলাকায় বসবাসকারী মানুষের যোগাযোগ সুবিধা বাড়ানোর জন্য উদ্যোগ নেবে দলটি

একই সঙ্গে গুগল, অ্যামাজন, ফেসবুকের মতো বৈশ্বিক টেক জায়ান্টদের কাছ থেকে নেয়া কর গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে লেবার পার্টি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন