আবার জমছে বটতলার রঙ্গমঞ্চ

ফিচার প্রতিবেদক

আন্তর্জাতিক নাট্যোৎসব বটতলার রঙ্গমেলা ২০১৯-এর পর্দা উঠবে আজ উচ্চে তুলে শির/ কণ্ঠে দিয়ে শান সৃজনে/ আনন্দে আমরাই ফেরাব ধ্বংস থেকে সৃষ্টির পথে; প্রাণে প্রাণ মেলাবোই গোলকের সব প্রান্ত ছুঁয়ে এই রঙ্গভাবনা নিয়ে এবারের নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে তৃতীয়বারের মতো নাট্যোৎসবের আয়োজন করেছে বটতলা ১১ দিনব্যাপী উৎসবে মঞ্চায়িত হবে দেশী-বিদেশী বেশকিছু নাটক

বটতলার রঙ্গমেলায় এবার বাংলাদেশসহ ভারত, স্পেন, ইরান নেপাল অংশগ্রহণ করছে প্রতিদিন মূল রঙ্গমঞ্চে বাংলাদেশের দুটি বিদেশের আটটি দল নাটক পরিবেশন করবে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান এছাড়া উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব . মো. আবু হেনা মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক শুভাশিস সিনহা 

বিভিন্ন রাজনৈতিক ঘটনা নিয়ে কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল উপন্যাস অবলম্বনে নাটক উৎসবের প্রথম দিনেই নাট্যরূপে মঞ্চায়িত করবে নাট্যদল বটতলা বলা হচ্ছে, বটতলার অন্যতম প্রযোজনা এটি এর আগে ভারতের বেশ কয়েকটি নাট্যোৎসবেও নাটকটি প্রদর্শিত হয়েছিল

উৎসবের দ্বিতীয় দিন ভারতের রঙ্গাশ্রম নাট্যদলের পরিবেশনায় আমার মুখের আঁচলখানি, তৃতীয় দিন স্পেনের নাট্যদল মুন প্যালেসের পরিবেশনায় ডিলেমাস উইথ মাই ফ্লামেনকো টেইলকোট, চতুর্থ দিন নেপালের আরোহণ থিয়েটারের পরিবেশনায় .৪৮ সাইকোসিস , পঞ্চম দিন ইরানের ক্রেজি বডি গ্রুপের পরিবেশনায় মিস্টিরিয়াস গিফট, ষষ্ঠ দিন ভারতের পশ্চিমবঙ্গের চাকদহ নাট্যজনের পরিবেশনায় বিল্বমঙ্গল কাব্য, সপ্তম দিন ঢাকার পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় ম্যাকবেথ, অষ্টম দিন ভারতের জলপাইগুড়ি কলাকুশলীদের পরিবেশনায় শুক, নবম দিন ভারতের সুখচর পঞ্চম রেপার্টরি থিয়েটারের পরিবেশনায় আচার্য প্রফুল্লচন্দ্র, দশম দিন ভারতের মুম্বাইয়ের জ্যোতি ডোগরা নাট্যদলের পরিবেশনায় ব্ল্যাক হোল এবং উৎসবের শেষদিন ২৬ নভেম্বর বটতলা নাট্যদলের পরিবেশনায় খনা নাটকটি মঞ্চায়িত হবে

শুধু রঙ্গমঞ্চই সরব থাকবে, বিষয়টি এমন নয় কেননা মূল রঙ্গমঞ্চের বাইরে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাদিম মঞ্চে নাটক, কবিতা, গান, মূকাভিনয়, নাচসহ বিভিন্ন আনন্দ অনুষ্ঠান পরিবেশিত হবে প্রথমদিনের আয়োজনের অংশ হিসেবে আজ মণিপুরি থিয়েটারের পরিবেশনায় ঢাক-করতালে বাজুক জীবন পরিবেশিত হবে দ্বিতীয় দিন সহজ গানের সন্ধ্যা একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে ক্ষ্যাপা বাউল দল গান

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন