আবারো উপস্থাপক হিসেবে ফিরছেন অ্যালিসিয়া

ফিচার ডেস্ক

আগামী বছর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডস এতে উপস্থাপক হিসেবে আবারো দেখা যাবে অ্যালিসিয়া কিসকে এর আগে ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানেও তাকে উপস্থাপনা করতে দেখা গেছে অ্যালিসিয়া বিশ্বের তৃতীয় নারী এবং প্রথম সংগীত শিল্পী, যিনি দ্বিতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনা করবেন অনুষ্ঠানটি শুরু হবে আগামী ২৬ জানুয়ারি

প্রথম দিকে ভেবেছিলাম, সুযোগ তো একবারই আসে দ্বিতীয়বার সুযোগ পাব ভাবিনি কিন্তু যখন সুযোগ এল, তখন সেখানে কাজ না করার কোনো প্রশ্নই আসে না এছাড়া গতবার অনুষ্ঠানে উপস্থাপনার অভিজ্ঞতা খুব ভালো ছিল আমার’—সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যালিসিয়া কথা বলেন

অ্যালিসিয়া এলেন ডিজনারস এবং রোজি ডোনেল দুজনের পথে হাঁটতে চলেছেন এলেন ১৯৯৬-৯৭ এবং রোজি ১৯৯৯-২০০০ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপনা করেছিলেন এরপর ১৯৭১ সালে যখন অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার শুরু হয়, তখন শুধু দুজন নারী উপস্থাপনা করেছিলেন তারা হলেন হুপি গোল্ডবার্ড, যিনি ১৯৯২ সালে এবং আরেকজন হলেন রানী লতিফাহ, যিনি ২০০৫ সালে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন

রেকর্ডিং একাডেমির প্রথম বর্ষের সভাপতি-সিইও দেবোরাহ দুগান ওই সংবাদ সম্মেলনে বলেন, শিল্পী থেকে উপস্থাপক হিসেবে অ্যালিসিয়া খুব ভালো করেছেন কয়েক দশক ধরে সংগীত জগতে তিনি সবার জন্য পথপ্রদর্শক হয়ে আছেন গত বছর গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার উপস্থাপনায় আমরা সৃজনশীলতার পরিচয় পেয়েছি তিনি আবার উপস্থাপনা করবেন শুনে আমরা খুব আনন্দিত

আগের ঘোষণা অনুযায়ী, ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের প্রযোজক হিসেবে থাকবেন কেন এহরিলিচ এরপর ৬৩তম এবং কেনের ৪০তম গ্র্যামি অ্যাওয়ার্ডসটি জেমস কর্ডেনের নির্বাহী প্রযোজক বেন উইন্সটনের লেট লেট শোর অনুসরণে করা হবে কেন এহরিলিচ দীর্ঘদিন ধরে গ্র্যামির প্রযোজক হিসেবে যুক্ত আছেন

২০০১ সালে অ্যালিসিয়ার প্রথম অ্যালবাম বের হওয়ার পর তিনি ১৫টি গ্র্যামি পুরস্কার নিজের ঝুলিতে তুলে নিয়েছিলেন অ্যালিসিয়ার পরে আরেকজন ব্যক্তি পল সাইমন, যিনি ১৬টি গ্র্যামি অ্যায়ার্ডস জিতেছিলেন ১৯৮১ সালে অনুষ্ঠানটির উপস্থাপনা করেছিলেন ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনীত ব্যক্তিদের নাম ২০ নভেম্বর ঘোষণা করা হবে

 

সূত্র: হলিউড রিপোর্টার


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন