চীনা কার্টুন সিরিয়াল ‘ড্রিম বেবি মংওয়া’ এখন বাংলাতে

ফিচার প্রতিবেদক

আরচুয়াং, নিওশখো আর শেওপাও তিন বন্ধুকে নিয়েই গল্প আরচুয়াং অতিকায় মোটা, নিওশখো অতি চালাক দুষ্টু আর শেওপাও অতি সহজ-সরল প্রতিনিয়ত অনুসন্ধিত্সু সে থাকে দাদার সঙ্গে নিত্যনতুন পুতুল বানানোই তার দাদার নেশা শেওপাও একদিন দাদার পুতুল সাম্রাজ্যে ঘুরতে গিয়ে রঙ-বেরঙের পুতুল দেখে কোথায় যেন হারিয়ে যায় তার হাতের খাবার টেবিলে রেখে দেয় আনমনে হঠাৎই খেয়াল হয় তার খাবারটা নেই কোনো এক ইঁদুর খাবার খেয়েছে ভেবে সে দাদার রুম থেকে চুরি করে আরো খাবার নিয়ে টেবিলে রাখে লুকিয়ে থাকে ক্যামেরা হাতে উদ্দেশ্য চোরের ছবি তোলা এরপর যা দেখে, তাতে সে অবাক না হয়েই পারে না দেখে ছোট্ট একটি পুতুল যার নাম মংওয়া, সে হেঁটে এসে খাবার খাচ্ছে, আর যায় কোথায়! শুরু হয় মংওয়াকে নিয়ে নানা কাণ্ডকারখানা শিশুমনে নৈতিক শিক্ষা আর অ্যাডভেঞ্চারই কার্টুন সিরিয়ালের মূল শিক্ষা মংওয়াকে ঘিরেই তাদের যত কৌতূহল

বাংলা ভাষায় ডাবিং চীনা কার্টুন সিরিয়াল ড্রিম বেবি মংওয়া বৈশাখী টিভিতে শুরু হয়েছে প্রতি সপ্তাহে শুক্র শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে এটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন