বিরামপুরে ৫ পেঁয়াজ দোকানিকে জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি,হিলি:

দিনাজপুরের বিরামপুরে পেঁয়াজের মুল্য বৃদ্ধি রুখতেও কৃতিম সংকট তৈরির মাধ্যমে কেউ যেন পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে কাঁচাবাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পেঁয়াজের মুল্য তালিকা না টাঙানোয় ৫টি দোকানিকে ৫ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরামপুর পৌরশহরের কাঁচাবাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এসময় সকল দোকানকে পেঁয়াজের মুল্য তালিকা টাঙানোর নির্দেশ প্রদান করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, পেঁয়াজের মুল্য বৃদ্ধি রুখতে ও কেউ যেন কৃতিম সংকট তৈরির মাধ্যমে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ সকালে বিরামপুরের কাঁচাবাজারে অভিযান চালানো হয়েছে। এসময় পেঁয়াজের মুল্য তালিকা না টাঙানোয় ৫টি দোকানিকে ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। পেঁয়াজের মুল্যবৃদ্ধি রুখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন