ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার দায় রেলওয়ের: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় যে ১৬ জনের প্রাণহানি ও শতাধিক আহতের ঘটনা ঘটেছে, তার দায় বাংলাদেশ রেলওয়ের ওপরই বর্তায় বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে গতকাল দুর্ঘটনাসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।  মন্ত্রী বলেন, কুলাউড়ায় কয়েক দিন আগে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। সেটির দায় আমরা নিয়েছি। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের যতদূর সম্ভব সাহায্য-সহযোগিতা করেছি। যাদের দায়িত্বে অবহেলার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় যে দুর্ঘটনাটি ঘটেছে, তার দায়ও আমাদের। আমরা এরই মধ্যে ঘটনা তদন্তে একাধিক কমিটি গঠন করেছি, যার একটির প্রতিবেদন আজ (গতকাল বৃহস্পতিবার) আমাদের হাতে পৌঁছানোর কথা। সব কয়টি তদন্ত কমিটির প্রতিবেদন আমরা কয়েক দিনের মধ্যেই পেয়ে যাব। সে অনুযায়ী দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে অনুযায়ী কাজ করা হবে। পাশাপাশি ওই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে আমরা ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন