তিনদিনের সফরে ইউএই যাচ্ছেন প্রধানমন্ত্রী

সই হবে ৩ সমঝোতা

কূটনৈতিক প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা আমিরাত সরকারের বিশেষ আমন্ত্রণে দেশটির প্রযুক্তি যুগের স্মরণকালের সেরা আয়োজন দুবাই এয়ার শো-২০১৯ তে অংশ নিতেই তাঁর সফর সফরে বাংলাদেশ ইউএই মধ্যে তিনটি চুক্তি সই হবে

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ইউএই সফর উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী . কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী শনিবার ১৬ নভেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর তাঁর ফেরার কথা রয়েছে সফরে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমরািতে প্রবাসীদের সঙ্গে সাক্ষাত্ করে আনুষ্ঠানিকভাবে এটি চালু করবেন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দূতাবারে জন্য জমি বরাদ্দসহ সফরে আমিরাত সরকারের সাথে তিনটি সমঝোতা স্বারক স্বাক্ষর করা হবে

সমঝোতাগুলো হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের (বিডা) সঙ্গে এমিরেটস উন্নয়ন কতৃপক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের সঙ্গে এমিরেটস অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের জন্য জমি বরাদ্দ বিষয়ক প্রটোকল

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকান্ড নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নিচতলার বাজেট শাখার পাশে বদ্ধ ঘরে আগুন লাগে আমরা খুবভাগ্যবান কোনো ডকুমেন্ট নষ্ট হয়নি ধোঁয়া দেখে আমাদের লোকেরা ৯৯৯- ফোন করার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিরে লোকেরা চলে আসে

প্রসঙ্গত, গতকাল বুধবার ১৩ই নভেম্বর রাত ১০টা ৫৪ মিনিটে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নীচতলায় আগুন লাগে ফায়ার সার্ভিসের টি ইউনিট ৪১ মিনিট কাজ করে আগুন নেভায় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও প্রাথমিকভাবে ধারণা করা হয় ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে সেবা শাখার মহাপরিচালক শাহ আহমেদ শফিকে প্রধান করে গঠিত কমিটিকে এই কমিটি করেছে মন্ত্রণালয়

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতার ইডেন গার্ডেনে আসন্ন বাংলাদেশ-ভারতেরটেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ নভেম্বর এই টেস্ট শুরু হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ কাজ থাকায় সেদিন তিনি কলকাতায় আসতে পারবেন না

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ নভেম্বর একদিনের সফরে বাংলাদেশ ভারতের টেস্ট খেলা দেখতে কলকাতা যাবেন প্রধানমন্ত্রী

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন