ভুয়া চিকিৎসক চিহ্নিত করতে অনুসন্ধানে সরকার

নিজস্ব প্রতিবেদক

সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের সব বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোয় কর্মরত ভুয়া চিকিৎসকদের চিহ্নিত করতে অনুসন্ধানে নেমেছে সরকার জাতীয় সংসদে গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দিতে গিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কথা জানান সংসদ সদস্য অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে গতকাল বিকালে কথা জানানো হয়

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ওইসব চিকিৎসক খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে তাদের কাজে সহায়তা করতে র্যাব, পুলিশ, জেলা উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তার দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যে প্রায় পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে প্রতি উপজেলায় -১০ জন করে নতুন ডাক্তার নিয়োগ হবে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে উত্তীর্ণ এসব ডাক্তারের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন