রোহিঙ্গা নির্যাতন

বাংলাদেশ ও মিয়ানমারে তদন্তের অনুমোদন আইসিসি বিচারকদের

কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমার থেকে গণবাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশ আগমন এবং তাদের ওপর নিপীড়ন নিয়ে দুই দেশে তদন্তের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আইসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের হেগে আইসিসির প্রাক-বিচারিক আদালত- এক ঐতিহাসিক রায়ে অনুমতি দেন ফলে আইসিসির কৌঁসুলি তদন্ত শুরুর সবুজসংকেত পেলেন আইসিসির বিচারিক প্রক্রিয়া বেশ দীর্ঘ হলেও রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে একটি বড় আশা দেখা দিয়েছে

এতে বলা হয়, কথা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে যে ব্যাপকভাবে এবং/অথবা পদ্ধতিগতভাবে সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকতে পারে চেম্বার তাই বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি তদন্তের অনুমোদন দিয়েছে

আইসিসির অধীনে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতনের অভিযোগ তদন্ত করার অনুমোদনের জন্য চলতি বছরের জুলাই কৌঁসুলিদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এর ভিত্তিতেই তদন্তের অনুমোদন দিয়েছে আইসিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন