বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ আমদানি নিয়ন্ত্রণ

সরকারের প্রতি চার নির্দেশনা আদালতের

নিজস্ব প্রতিবেদক

বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ আমদানি, সৈকতায়ন ভাঙার অনুমতিকে অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ আমদানি নিয়ন্ত্রণে সরকারকে দেয়া হয়েছে চার দফা নির্দেশনাও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রায় ঘোষণা করেন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা এক মামলায় আদেশ দেয়া হয় অ্যাডভোকেট রিজওয়ানা হাসান অ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন

উচ্চ আদালতের চার দফা নির্দেশনার শুরুতেই জাহাজ আমদানির ক্ষেত্রে বর্জ্যমুক্ত সনদ প্রদানকারী, বর্জ্য প্রত্যয়নকারী বর্জ্য পরিষ্কারকারী সংস্থার তালিকা প্রস্তুত করা এবং তাদের কার্যক্রমকে কঠোর আইনি বিধান দ্বারা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে

হাইকোর্টের নির্দেশনায় জাহাজের পতাকা পরিবর্তন রোধে এবং বর্জ্য বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত করতেধূসরএবংকালোপতাকাবাহী দেশ (অর্থাৎ আন্তর্জাতিক আইন ভেঙে জাহাজ পরিচালনাকারী দেশ, যেমন  কমরোস, পালাও, কম্বোডিয়া, তানজানিয়া, ভানুয়াতু, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, বেলিজ, কুক আইল্যান্ড, সিয়েরা লিওন, টোগো ইত্যাদি) থেকে জাহাজ আমদানি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে

একই সঙ্গে জাহাজের বর্জ্য সম্পর্কে পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য ছাড়া পরিবেশ অধিদপ্তর থেকে ভাঙার জন্য কোনো জাহাজ আমদানি সৈকতায়নের অনুমতি না দেয়ার আদেশ দিয়েছেন আদালত বিষয়ে পরিবেশ অধিদপ্তর বর্জ্য বিষয়ক আন্তর্জাতিক আইন বাসেল কনভেনশন, দেশে প্রচলিত জাহাজ ভাঙা বিষয়ক বিধিমালা এবং রিট পিটিশন ৭২৬০/২০০৮- ঘোষিত বর্জ্যসংক্রান্ত বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করবে বলে আদালতের নির্দেশনা দেয়া হয় এছাড়া পরিবেশ ছাড়পত্র অমান্যকারী জাহাজ ভাঙা ইয়ার্ডে জাহাজের আমদানি ভাঙার অনুমোদন দেয়া যাবে না বলে আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন