মস্কোয় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কামরুল আহসান

কূটনৈতিক প্রতিবেদক

রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক কামরুল আহসানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপক্ষীয় কনস্যুলার) হিসেবে নিযুক্ত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

কামরুল আহসানের নিয়োগের মধ্য দিয়ে প্রায় এক দশক পর মস্কো মিশনের দায়িত্ব পেলেন কোনো পেশাদার কূটনীতিক বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবসায়ী . এসএম সাইফুল হক ২০০৯ সালের সেপ্টেম্বরে মস্কোয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান তিনি নিয়োগ পাওয়ার আগে থেকেই তিনি দীর্ঘদিন ধরে রাশিয়ায় বসবাস করে আসছিলেন

রাশিয়ায় ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর চলাকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বিলিয়ন ডলারের সামরিক সমরাস্ত্র ক্রয়সংক্রান্ত চুক্তি হয় বাংলাদেশ রাশিয়ার এতে রাষ্ট্রদূত হিসেবে বড় ভূমিকা রাখেন . এসএম সাইফুল হক গত ১০ বছরে চার দফায় মেয়াদ বাড়ানোর পর গত জুনে তার মেয়াদ শেষ হয় এবার আর মেয়াদ না বাড়িয়ে তাকে ফেরত আসার আদেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পেশাদার কূটনীতিক কামরুল আহসান ১৯৮৫ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা বেইজিং, লন্ডন, ওয়াশিংটন ডিসি দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন তিনি এছাড়া কানাডা সিঙ্গাপুরে হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি ২০১৬ সালে তিনি সচিব হিসেবে পদোন্নতি পান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন