খুলনায় ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার হত্যায় তিনজনের যাবজ্জীবন

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 খুলনার সেতু ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. ইউনুস আলীকে ২০১১ সালের ১৩ জুন জবাই করে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে এছাড়া একই মামলায় তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় গতকাল দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার রায় ঘোষণা করেন

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মহানগরীর ফুলবাড়ী গেটের দারোগা বাজার এলাকার মো. সাব্বির হোসেন ওরফে তপু, একই এলাকার শেখ রুবায়েত হোসেন ওরফে রুবেল বাগেরহাটের মোড়েলগঞ্জের মো. সোহেল শেখ

এছাড়া মামলার অন্য তিন আসামিকে দণ্ডবিধির ২০১ ধারায় দুই মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় দণ্ডপ্রাপ্তরা হলেন মহানগরীর মহেশ্বরপাশা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে রানা কবির, হাফিজুর রহমান পংকজ শীল রায় ঘোষণার সময় রানা কবির ছাড়া অন্য পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন