কলকাতায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বণিক বার্তা ডেস্ক

ডেঙ্গু প্রকোপ রোধে সরকারের ব্যর্থতার দায়ে গতকাল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তরুণ শাখার সদস্যরা কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের কেন্দ্রীয় অফিস ঘেরাও করতে গেলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। বিক্ষুব্ধ বিজিপি কর্মীদের থামাতে পুলিশ লাঠিচার্জ করে। খবর এনডিটিভি।

গতকাল বিজেপির কলকাতা শাখার প্রধান দিলীপ ঘোষের নেতৃত্ব দলের কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। তারা মিউনিসিপ্যাল করপোরেশনের কেন্দ্রীয় অফিস ঘেরাওয়ের জন্য যাত্রা করলে পথিমধ্যে পুলিশ তাদের থামিয়ে দেয়। করপোরেশনের নিকটে ব্যারিকেড দিয়ে পুলিশ বিজেপি কর্মীদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ও পাথর নিক্ষেপ করে। এদিকে প্রেস ট্রাস অব ইন্ডিয়ার (পিটিআই) সূত্রমতে, শোভাযাত্রা থেকে অনেক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, জানুয়ারিতে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত কলকাতায় মারা গেছে ২৫ জন। অন্যদিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৪ হাজার ৮৫২ ব্যক্তির ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে পিটিআই।

এদিকে ডেঙ্গু রোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করছে বিজেপি কর্মীরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন