ভারতের সঙ্গে টেস্ট দ্বৈরথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে অজেয় হয়ে ওঠা বিরাট কোহলিদের বিপক্ষে টেস্ট দ্বৈরথের মধ্য দিয়ে নতুন চ্যালেঞ্জে নামছেন মুমিনুল হক তার সতীর্থরা। আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

নতুন নেতৃত্বে নতুন যুগের চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে আজ অভিষিক্ত হতে যাচ্ছেন মুমিনুল হক। বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর চ্যালেঞ্জটা কতটা কঠিন, সেটা অনুধাবন করার জন্য দু-একটা তথ্যের দিকে নজর দেয়া যাক। দেশের মাটিতে টানা ১১ টেস্ট সিরিজই জিতেছে ভারত। সর্বশেষ তিন টেস্টের সিরিজে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে কোহলির দল। তিন ম্যাচের এক ইনিংসেও অলআউট হয়নি ভারত। ফর্মের তুঙ্গে থাকা ভারতের সামনে পূর্ণশক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। আইসিসির নিষেধাজ্ঞার কারণে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকেই নির্বাসনে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম টেস্টের দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বলেন, যদি ইতিবাচক কোনো কিছুর কথা বলেন, তবে আমার কাছে একটাই আছেআমার কাছে পুরোটাই সুযোগ। বিশ্বসেরা দলের বিপক্ষে কিছু করে দেখাতে পারলে, সেটা খুবই ভালো একটা ব্যাপার হবে।

ভারত যখন উড়ছে, টেস্টে বাংলাদেশের গ্রাফটা তখন নিম্নগামী। সর্বশেষ টেস্টে ঘরের মাটিতে আফগানিস্তানের কাছে হেরেছে টাইগাররা। তার পরও সফরকারীদের যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন কোহলি। কন্ডিশনের কারণেই বাংলাদেশকে হিসাবের মধ্যে রাখার কথা বলেছেন ভারত অধিনায়ক, আমাদের মতো তারা একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমাদের পরিকল্পনা-কৌশল তারা খুব ভালোভাবে জানে। তাই বাংলাদেশের বোলার-ব্যাটসম্যানদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আমাদের। আর তাই ফল পক্ষে রাখতে চাইলে আমাদের ভালো খেলতে হবে। বাংলাদেশের সামর্থ্য নিয়েও উচ্চ ধারণা পোষণ করেছেন কোহলি। বলেছেন, ভালো ক্রিকেট খেলার সব ধরনের সামর্থ্যই আছে বাংলাদেশের। এই বিষয়টাকে আমরা সম্মান করছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন