আজ থেকে শুরু আয়কর মেলা

সম্মাননা পেলেন গত করবর্ষের সেরা করদাতারা

বণিক বার্তা ডেস্ক

আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে আয়কর মেলা। মেলা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। গতকাল এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর অঞ্চলে মেলার উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাশাপাশি গত করবর্ষের সেরা করদাতাদের সম্মাননা দেয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

চট্টগ্রাম: চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন পর্যায়ে সেরা ৩৮ করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

অনুষ্ঠানে দীর্ঘমেয়াদে করদাতা, এক বছরে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী নারী এবং ৪০ বছরের কম তরুণ করদাতা ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ করদাতার সম্মান পেয়েছেন একে খান গ্রুপের সদরউদ্দিন খান, আবু মোহাম্মদ জিয়াউদ্দিন খান ও সালাহউদ্দিন কাসেম খান। তারা তিনজনই সম্পর্কে ভাই। সর্বোচ্চ কর প্রদানকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন একই পরিবারের সদস্য শামিম হাসান।

কর কমিশনার আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক, কর আপিলাত ট্রাইব্যুনালের কমিশনার আবু দাউদ, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সরকার প্রমুখ।

বগুড়া: কর অঞ্চল বগুড়ার আয়োজনে ২৮ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়েছে। গতকাল শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সেরা করদাতাদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেয়া হয়। এবার কর আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪৪৫ কোটি ৭৯ লাখ টাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি ও জেলায় টানা নবমবার সর্বোচ্চ আয়কর প্রদানকারী মাসুদুর রহমান মিলন প্রমুখ।

খুলনা: খুলনা বিভাগের ১০ জেলা ও খুলনা সিটি করপোরেশন নিয়ে গঠিত খুলনা কর অঞ্চলের সেরা ৭৭ জন করদাতাকে গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে খুলনা সিটি ইন হোটেল সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮-১৯ করবর্ষে খুলনা কর অঞ্চল থেকে ২ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছর কর আদায়ের লক্ষ্য ২ হাজার ৮৪০ কোটি টাকা। এরই মধ্যে প্রথম প্রান্তিকেই আদায় হয়েছে ৬২৯ কোটি টাকা।

খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, এনবিআর সদস্য (মূসক নীতি) . আব্দুল মান্নান শিকদার, পুলিশ কমিশনার খদকার লুত্ফুল কবির, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর কমিশনার মো. মাস্তবা আলী, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মো. রফিকুল ইসলাম ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। স্বাগত জানান খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার অঞ্জন কুমার সাহা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চারটি ক্যাটাগরিতে ২১ জন করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল সকালে নগরীর সস্তপুর আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ কর অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা দেয়া হয়। পাশাপাশি চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত জেলা প্রশাসক রেহানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীসহ অনেকে। এছাড়া আয়কর সম্মাননা পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন শ্রেষ্ঠ নারী করদাতা নাসিরিন ওসমান, মিজানুর রহমান মোল্লা।

সিলেট: সিলেট বিভাগের ৩৫ জন সেরা করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল নগরীর রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ সম্মাননা দেয় সিলেট কর অঞ্চল।

সকালে নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজিত কুমার সাহা সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংদস্য সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মো. শোয়েব।

রংপুর: রংপুর বিভাগের সাত জেলায় ৫৬ জন করদাতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে। গতকাল রংপুর কর অঞ্চলের আয়োজনে নগরীর জেলা কমিউনিটি সেন্টারে তাদের আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেয়র মোস্তাফিজার রহমানের উপস্থিত থাকার কথা থাকলে তার পরিবর্তে ছিলেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড, সদস্য (আন্তর্জাতিক কর) আরিফা শাহানা; রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিপিএম; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর কমিশনার ডা. শওকত আলী সাদী; রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু; মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রেজাউল ইসলাম মিলন এবং ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, রংপুরের সভাপতি মাসুম খান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন