ওমানের সামনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

 ওমানের বিপক্ষে ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন না জেমি ডে আগের ম্যাচগুলোর মতো দলটা সংঘবদ্ধ রাখতে চান বাংলাদেশ কোচ

বিশ্বকাপ এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে গ্রুপে আজ স্বাগতিক ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ম্যাচটি মাসকাটের কাবুস ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এটি হতে যাচ্ছে বাংলাদেশের চতুর্থ ম্যাচ আগের তিন ম্যাচে দুই হার এক ড্র থেকে এক পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের তলানিতে লাল-সবুজরা তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ওমান কাতারের কাছে হারা দলটি ভারত আফগানিস্তানকে হারিয়েছে

আমরা আগের ম্যাচগুলো যে কৌশলে খেলেছি, একইভাবে ওমানের বিপক্ষে খেলব আমাদের কৌশল এবং ফরমেশনে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই’—গতকাল বলেন জেমি ডে ৪০ বছর বয়সী কোচ যোগ করেন, প্রতি ম্যাচেই দলটা সংঘবদ্ধ রেখে খেলি আমরা ছেলেরা কঠোর পরিশ্রম করে ম্যাচেও একইভাবে খেলব

আফগানিস্তানের কাছে - গোলের হার দিয়ে বাছাই মিশন শুরু করে বাংলাদেশ ম্যাচে সুযোগ সৃষ্টি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি জেমির শিষ্যরা ঢাকায় পরের ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে হার না মানা মানসিকতায় দারুণ লড়াই করে লাল-সবুজরা - ব্যবধানে হারলেও স্কোরলাইনে ওই ম্যাচের প্রকৃত চিত্র বোঝা যাবে না একের পর এক সুযোগ সৃষ্টি করলেও শেষপর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ কলকাতায় ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে গোল পেলেও সেটা ধরে রাখা যায়নি যথারীতি সুযোগ নষ্ট হয় ম্যাচেও ওমানের বিপক্ষে মাঠে নামার আগে তাই প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর বিষয়ে ভাবতে হচ্ছে সম্পর্কে জেমি ডে বলেন, দলের প্রতিটি সদস্যই প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর বিষয় নিয়ে অনুশীলন করেন আমরা নিয়ে আলাদা কাজও করেছি আশা করছি, জায়গায় উন্নতি হবে

কাতার ভারতের বিপক্ষে তিন গোল হজম করলেও ইয়াসিন খানের নেতৃত্বে তরুণ রক্ষণভাগের নৈপুণ্য মন্দ ছিল না ওমানের আক্রমণভাগকে সামলানোটা বাংলাদেশ রক্ষণের জন্য বড় চ্যালেঞ্জ ম্যাচের আগে ডিফেন্ডারদের ফুটবল উপভোগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কোচ, আমি ডিফেন্ডারদের বলব ম্যাচটা উপভোগ করো মাঠে নিজেদের সেরাটা দাও

আগের তিন ম্যাচের দুটি ছিল অ্যাওয়ে, কাতারের বিপক্ষে একমাত্র

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন