জায়ান্টদের মিশন ‘মূল পর্ব’

ইউরো বাছাইয়ে ভিন্ন ভিন্ন ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড, পর্তুগাল ফ্রান্স ম্যাচগুলো থেকে ইতিবাচক ফল বের করে তিন দলেরই সুযোগ আছে ইউরোর মূল পর্বে যাওয়ার মিশনে তিনটি দলই অবশ্য সামনে পাচ্ছে সহজ প্রতিপক্ষ তবে ম্যাচগুলোয় পা ফসকালেই আশঙ্কা আছে বিপদে পড়ার তাই লড়াইয়ে নামার আগে কিছুটা সতর্কই থাকতে হচ্ছে ইউরোপের জায়ান্ট দলগুলোকে ঘরের মাঠে ইংল্যান্ড আতিথ্য দেবে মন্টেনিগ্রোকে, একইভাবে পর্তুগালের মাঠে খেলতে আসবে লিথুয়ানিয়া এবং ফ্রান্স নিজেদের মাঠে খেলবে মলদোভার বিপক্ষে

গ্রুপ -তে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ইংল্যান্ড চেক রিপাবলিককে - গোলে উড়িয়ে বাছাই পর্বের মিশন শুরু করেছিল ইংল্যান্ড এরপর ইংলিশরা জয় পায় আরো চার ম্যাচে যেখানে আছে বুলগেরিয়ার বিপক্ষে - গোলের জয়ও তবে ফিরতি ম্যাচে চেকরা ত্রিলায়ন্সদের হারিয়ে দেয় - গোলের ব্যবধানে অবশ্য হারের পরও শীর্ষস্থান দখলে রেখে এখন মূল পর্বের খুব কাছে গ্যারেথ সাউথগেটের দল ওয়েম্বলিতে মন্টেনিগ্রোর বিপক্ষে কেবল ড্র করলেই চলবে তাদের অথবা চেকদের বিপক্ষে কসোভোর হারই ইংলিশদের পরের পর্ব নিশ্চিত করে দেবে অবশ্য নিজেদের ম্যাচে জিতে মূল পর্ব নিশ্চিত করার সুযোগ আছে চেকদেরও

ইংল্যান্ডের মতো পর্তুগালের পথটা অবশ্য ততটা মসৃণ নয় বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের পথটা উত্থান-পতনে ভরপুর বি গ্রুপে ছয় ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা, ড্র করেছে দুটি ম্যাচে এবং হেরে গেছে অন্য একটিতে ঘরের মাঠে পর্তুগালের শুরুটাই হয়েছিল ইউক্রেনের সঙ্গে ড্র দিয়ে এরপর সার্বিয়ার সঙ্গেও - গোলে ড্র করে তারা লিথুয়ানিয়ার বিপক্ষে - গোলের জয় দিয়ে লড়াইয়ে ফিরে আসে তারা এরপর লুক্সেমবার্গের বিপক্ষে - গোলে জিতলেও হারতে হয় ইউক্রেনের সঙ্গে ফিরতি লেগে এবার তারা খেলবে লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচ জিতে পর্তুগালের সুযোগ আছে মূল পর্বে যাওয়ার, সেজন্য অবশ্য লুক্সেমবার্গের বিপক্ষে সার্বিয়া যেন জিততে না পারে সে প্রার্থনাও করতে হবে পর্তুগালের হয়ে দারুণ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো যদিও হাঁটুর ইনজুরির কারণে ম্যাচে রোনালদো খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়

এদিকে গ্রুপ এইচ- মলদোভার বিপক্ষে জয় দিয়ে মূল পর্বে যাওয়ার সুযোগ থাকছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের অবশ্য আইসল্যান্ড যদি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন