মনোযোগ যথাযথ রাখার প্রত্যয় কোহলির

ক্রীড়া প্রতিবেদক

 ঘরের মাঠে ভারত বরাবরই ভয়ংকর এক দল টেস্ট ক্রিকেটে দলটি যেন আরো অপ্রতিরোধ্য তাদের বিপক্ষেই আজ দুই ম্যাচের টেস্ট মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ শক্তি পরিসংখ্যান কোনোটাই ঠিক বাংলাদেশের পক্ষে নেই পাশাপাশি টি২০-তে দলে না থাকলেও টেস্টে ঠিকই ফিরেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার ফেরা ভারতীয় দলের শক্তি বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোহলি কথা বলেছেন ইন্দোর টেস্ট নিয়ে তবে বাদ যায়নি কলকাতায় গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রসঙ্গও সেই সঙ্গে জানালেন, টেস্টে পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তা তাদের

গোলাপি বল নিয়ে কথা বললেও কোহলি জানালেন, তার চোখ ইন্দোর টেস্টেই তিনি বলেন, টেস্ট ক্রিকেটে আপনি মনোযোগ সরাতে পারেন না এক সেশনের জন্য নয়, এমনকি এক ওভারের জন্যও না লাল বলে প্রতি ম্যাচে, প্রতি বলে এবং সব ধরনের পরিস্থিতিতে আপনাকে যথাযথ মনোযোগ রাখতে হবে আমাদেরও মনোযোগের কেন্দ্রে আগামীকালের (আজ) ম্যাচ আমরা ম্যাচের ওপর দৃষ্টি রাখছি এরপর আমরা গোলাপি বল নিয়ে চিন্তা করব

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন