৫ শতাংশ লভ্যাংশ দেবে রিজেন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয়ে পর্যালোচনার জন্য ২৯ ডিসেম্বর চট্টগ্রামের আরআইএমএ কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ টাকা ৭০ পয়সা।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রিজেন্ট টেক্সটাইল। এ কারণে কোম্পানিটির শেয়ারকে থেকেবি ক্যাটাগরিতে স্থানান্তর করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ৩০ টাকা ৭০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন