চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি কমেছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের অক্টোবরে চীন রেকর্ড জ্বালানি তেল আমদানি করেছে। এ সময়ে দেশটির জ্বালানি তেল আমদানি বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। তবে একই সময়ে দেশটির প্রাকৃতিক গ্যাস আমদানি কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো কমেছে চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি। দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ীঅক্টোবরে পাইপলাইন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মিলিয়ে দেশটি মোট ৬৫ লাখ ২০ হাজার টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, যা ২০১৮ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পরিমাণ।

এদিকে বছরের প্রথম ১০ মাসে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে মোট ৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বেশি।

চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক দেশ। অক্টোবরে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে মোট ৪ কোটি ৫৫ লাখ ১০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে যার পরিমাণ ১ কোটি ৭ লাখ ২০ হাজার ব্যারেল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন