বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তায় দাম কমেছে জ্বালানি তেলের

বণিক বার্তা ডেস্ক

বাণিজ্যযুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির শ্লথগতির কারণে দীর্ঘদিন ধরে নিম্নমুখী রয়েছে জ্বালানি তেলের বাজার। সেপ্টেম্বরে সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার পর সাময়িকের জন্য বাজার চাঙ্গা হলেও কম সময়েই সেটি আবার নিম্নমুখী হতে থাকে। এ ধারাবাহিকতায় আরেক দফা কমল জ্বালানি তেলের দাম। মার্কিন-চীনের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ার জেরে বৈশ্বিক অর্থনীতিতে সৃষ্ট মন্দা ভাব ও জ্বালানি চাহিদা কমার শঙ্কায় দাম আরো পড়েছে। খবর রয়টার্স।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই একটি বাণিজ্য চুক্তি হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি ঠিক কবে কোথায় হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে।

ট্রাম্পের ঘোষণার পর পরই বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১৬ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৬১ ডলার ৯০ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের আদর্শ বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে প্রতি ব্যারেল ক্রুডের দাম ১৫ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৫৬ ডলার ৬৫ সেন্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন