জার্মানিতে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

জার্মানিতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়েছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০০ কোটি কিলোওয়াট ঘণ্টা। যেখানে গত বছরের একই সময়ে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে উৎপাদন ছিল ৫ হাজার ৯৪০ কোটি কিলোওয়াট ঘণ্টা। সেই হিসাবে উৎপাদন বেড়েছে ১১ শতাংশ। সেন্টার ফর সোলার এনার্জি অ্যান্ড হাইড্রেগ্রিন রিসার্চ ও জার্মান অ্যাসোসিয়েশন অব এনার্জি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মাইনিং ডটকম।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশটিতে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১২ হাজার ৫০০ কোটি কিলোওয়াট ঘণ্টা।

যেখানে গত বছরের একই সময়ে উৎপাদন ছিল ১৭ হাজার ১১০ কোটি কিলোওয়াট ঘণ্টা। অন্যদিকে একই সময়ে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৮ হাজার ৩০০ কোটি কিলোওয়াট ঘণ্টা, যা দেশটির মোট বিদ্যুৎ ব্যবহারের ৪২ দশমিক ৯ শতাংশ। আর গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন