মার্কিন নিষেধাজ্ঞার মুখে সহযোগিতা

কর্মীদের সাড়ে ২৮ কোটি ডলার বোনাস দিচ্ছে হুয়াওয়ে

বণিক বার্তা ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞার কারণে আমেরিকা ইউরোপের টেলিকম বাজারে বড় ধরনের চাপের মুখে পড়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। তবে চাপ সামলে কোম্পানির অগ্রযাত্রায় দারুণ ভূমিকা রাখছে হুয়াওয়ের বিশাল কর্মিবাহিনী। কর্মীদের সহযোগিতামূলক সম্পর্কের বিপরীতে বোনাস দিয়ে তাদের সম্মান জানিয়েছে হুয়াওয়ে। বোনাসের সংখ্যাটাও নেহাত কম নয়, প্রায় সাড়ে ২৮ কোটি ডলার। খবর রয়টার্স সাউথ চায়না মর্নিং পোস্ট।

হুয়াওয়ের মানবসম্পদ বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী হুয়াওয়ের কর্মীদের জন্য ২০০ কোটি ইউয়ান (চীনা মুদ্রা) বা ২৮ কোটি ৬০ লাখ ডলার বোনাস তহবিল ছাড় করা হয়েছে।

কোম্পানির সব স্তরের লাখ ৯০ হাজার কর্মী তহবিল থেকে বোনাস পাবেন। মূলত মার্কিন কালো তালিকাভুক্তির পর কঠিন সময় পার করার লড়াইয়ে সহযোগিতামূলক মনোভাব নিয়ে পাশে থাকার জন্য কর্মীদের বোনাস দেয়া হচ্ছে।

চলতি বছরের মে মাসে হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। কোম্পানিটির বিরুদ্ধে চীন সরকারের হয়ে মার্কিন ভোক্তাদের ওপর গোপন নজরদারির অভিযোগ তোলা হয়। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেয়নি ওয়াশিংটন। নিষেধাজ্ঞার জেরে ইউরোপ-আমেরিকার স্মার্টফোন বাজারে কোণঠাসা হয়ে পড়েছে হুয়াওয়ে। এমনকি পশ্চিমা বিশ্বে স্মার্টফোন তৈরির যন্ত্রাংশ রফতানি ফাইভজি প্রযুক্তির বিকাশে উদ্যোগ সীমিত করতে বাধ্য হয় কোম্পানিটি।

এখন বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে টেলিকম যন্ত্র্রাংশ খাতে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। এতে অনেকটাই সফলতা দেখিয়েছে হুয়াওয়ে। ইউরোপ-আমেরিকায় বাজার হারালেও এশিয়ার দেশগুলোয় স্মার্টফোন বিক্রি বাড়িয়ে সম্ভাব্য লোকসান এড়াতে পেরেছে হুয়াওয়ে। এশিয়ার বাজারের ওপর ভর করে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রাজস্ব আয়ে ২৭ শতাংশ প্রবৃদ্ধি করেছে প্রতিষ্ঠানটি। কারণে কর্মীদের উৎসাহ দিতে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন