ছপাকের এক ঝলক আসছে ডিসেম্বরে

ফিচার ডেস্ক

আর মাত্র কয়েক মাস, তার পরই মুক্তি মিলবে দীপিকা পাড়ুকোন অভিনীত চলচ্চিত্র ছপাকের। পদ্মাবতের পর চলচ্চিত্র দিয়েই মূলত দুই বছর পর পর্দায় ফিরছেন তিনি। আসন্ন চলচ্চিত্রটিতে টোল পড়া হাসির দীপিকাকে দেখা যাবে অ্যাসিড আক্রমণের শিকার হয়ে বেঁচে থাকা নারীর চরিত্রে, যা মূলত লক্ষ্মী আগারওয়ালের জীবনী থেকে নেয়া হয়েছে। মেঘনা গুলজারের পরিচালনায় ছবিতে দীপিকার বিপরীতে রয়েছেন বিক্রান্ত মাসসি।

অনেকদিন আগেই শেষ হয়েছে ছপাকের শুটিং। দীপিকাভক্তরা অপেক্ষার প্রহর গুনছেন কবে আসবে বলে। ২০২০ সালে মুক্তি দেয়ার কথা রয়েছে চলচ্চিত্রটি। তবে ভক্তদের সিনেমা দেখার ক্ষুধা চাঙ্গা রাখতেই আসছে মাসের প্রথম সপ্তাহে ছাড়া হবে চলচ্চিত্রের ট্রেইলার। আগামী বছর জানুয়ারিতে চলচ্চিত্রটির মুক্তি মিলবে। আর এর আগের মাসেই এক ঝলক দেখিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়ে তোলারই কৌশল যেন এটি।

অবশ্য শুধু ভক্তরাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছপাকের জন্য, বিষয়টি এমন নয়। বরং স্বয়ং দীপিকাও অপেক্ষা করছেন। ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাত্কারে অভিনেত্রী বলেছিলেন, চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে তিনি নাকি বিশেষ আগ্রহ বোধ করেছিলেন। কেননা এখানে এমন এক নারীর গল্পই দেখানো হবে, যার মনের জোর যেকোনো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি; যিনি দৃঢ় মানসিকতার একজন।

উল্লেখ্য, আসছে বছরের ১০ জানুয়ারি মুক্তি দেয়া হবে চলচ্চিত্রটি।

 

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন