সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৫৫

বাণিক বার্তা প্রতিনিধি

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪টি ট্রলারসহ ৫৫ জনকে আটক করেছে বন বিভাগ। আজ বুধবার (১৩ নভেম্বর) ভোরে সুন্দরবনের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকা থেকে এদের আটক করা হয়। আটকৃতদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়।

এনিয়ে গত ৮ দিনে সুন্দরবনে অবৈধ প্রবেশের দায়ে ১৯৬ জনকে আটক করল বন বিভাগ। আটককৃতদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় সহকারী বন সংরক্ষক শাহিন কবির বলেন, মোংলা-রামপাল উপজেলার বিভিন্ন এলাকার লোকবন বিভাগের পাশ-পারমিট না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। যা বন আইনে অন্যতম অপরাধ। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাস মেলা উপলক্ষে, বনের ভিতর থেকে থেকে মাছ ও হরিণ শিকারের উদ্দেশে এরা সুন্দরবনে প্রবেশ করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন