আবরার হত্যায় আসামি হচ্ছেন ২৫ জন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় ২৫ জনকে আসামি করে আজ বুধবার (১৩ নভেম্বর) আদালতে অভিযোগপত্র জমা দেবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আগে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এবিষয় বিস্তারিত জানানো হবে। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৮ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে নির্যাতন চালিয়ে হত্যা করা করে ছাত্রলীগ। এই ঘটনা গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামে সারাদেশের শিক্ষার্থীরা।

রাতে আবরারের বাবা ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় ছাত্রলীগের ১১ জনসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতার হওয়া আসামীদের মধ্যে ৮ জন তাদের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী।

আবরারকে কীভাবে ক্রিকেট স্টাম্প আর স্কিপিং রোপ দিয়ে কয়েক ঘণ্টা ধরে বেধড়ক পেটানো হয়েছিল, সেই ভয়ঙ্কর বিবরণ উঠে এসেছে তাদের জবানবন্দিতে।

আবরারকে সেদিন সন্ধ্যার পর ওই হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে নির্যাতনের পর দোতলা ও নিচতলার সিঁড়ির মাঝামাঝি জায়গায় তাকে অচেতন অবস্থায় ফেলে যায় কয়েকজন ছাত্রলীগ কর্মী। ভোরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আবরার হত্যার আসামিদের সাময়িক বহিষ্কার এবং হলগুলোতে নির্যাতন বন্ধে নানা পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আন্দোলন শিথিল করে ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ দিয়ে মাঠের আন্দোলনে ইতি টানলেও হত্যাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যায় শিক্ষার্থীরা। গত ১৯ অক্টোবর থেকে বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা শুরুর কথা থাকলেও আন্দোলনের কারণে তা এখনো হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন