কাশ্মীরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১৬

বণিক বার্তা অনলাইন

কাশ্মীরে একটি যাত্রীবাহী মাইক্রোবাস গভীর খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় কাশ্মীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থাও গুরুতর। নিহতদের মধ্যে ৫ নারী ও ৩ শিশু রয়েছে। 

গতকাল মঙ্গলবার কাশ্মীরের দোদা শহরে এই দুর্ঘটনা ঘটেছে। দোদার সিনিয়র পুলিশ সুপার মুমতাজ আহমেদ গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছে। তুষারপাতের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমপক্ষে ২০ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বাটোর-কিস্তোয়ার মহাসড়ক দিয়ে যাচ্ছিল। দোদা শহরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

এর আগে গত ৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দুই জওয়ান নিহত হন।

গত কয়েকদিন ধরেই তুষারপাতের কারণে কাশ্মীরের বিভিন্ন রাস্তায় বরফ জমে আছে। ফলে এসব রাস্তায় খুব সাবধানে গাড়ি চলাচল করছে। চলতি সপ্তাহে তুষারপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ভারতে সরকারি হিসাবে, ২০১৭ সাল থেকে সাড়ে ৪ লাখ সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৪৮ হাজার মানুষ নিহত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন