মুক্তিযোদ্ধার জাল সনদে চাকরি

রাজস্ব কর্মকর্তা মনিরের ১৬ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

মুক্তিযোদ্ধার জাল সনদে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরি নেয়া মো. মনিরুজ্জামানের ১৬ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল ঢাকার নম্বর বিশেষ জজ মো. শহিদুল ইসলাম রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মনিরুজ্জামান মানিকগঞ্জের সাটুরিয়া থানার তেবাড়িয়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে।

আদালত রায়ে বলেছেন, আসামি মনিরুজ্জামান প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও তার বাবা মো. আব্দুস সামাদের নাম-ঠিকানা ব্যবহার করে প্রতারণামূলকভাবে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধার সদন তৈরি এবং নিজে মুক্তিযোদ্ধার সন্তান প্রত্যয়নসহ সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করে তা দাখিল করে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি গ্রহণ করেন। যার মাধ্যমে সে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। তাই আসামি কোনো অনুকম্পা পেতে পারেন না।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে মামলাটি  করা হয়। পরে ২০১৬ সালে মামলাটিতে চার্জশিট দাখিল হয়। ওই বছরই আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন