জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উপাচার্যের অপসারণ দাবিতে দিনব্যাপী কর্মসূচি ও সংহতি সমাবেশ

বণিক বার্তা প্রতিনিধি, জাবি

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দুইদিন আন্দোলন স্থগিত থাকার পর মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছেদুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ব্যঙ্গাত্মক পটচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় পটচিত্রে উপাচার্যের দুর্নীতি আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি তুলে ধরা হয় বিকাল ৪টায় একটি সংহতি সমাবেশের আয়োজন করেন আন্দোলনকারীরা গত নভেম্বর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশের শুরুতে মিনিট নীরবতা পালন করা হয় সমাবেশে বক্তারা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে উপাচার্যের অপসারণ দাবি করেন

তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব জাবি শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি দুঃখজনক পরিস্থিতির মধ্যে আছে বিশ্ববিদ্যালয় বন্ধ, হল বন্ধ, ক্লাস বন্ধ, অনেকগুলো পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেগুলো হচ্ছে না এমন একটা পরিস্থিতি যে বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হলো, এর জন্য প্রথমত দায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর তদন্ত কমিটির একটি দাবি উঠেছিল, তখন যদি সেই তদন্ত কমিটি গঠিত হতো, তবে আন্দোলন এতদূর পর্যন্ত আসত না প্রকল্পের কাজ তাড়াহুড়া করে শুরু করার যে প্রবণতা তৈরি হয়েছিল, সেটা যে দুর্নীতিকে চাপা দেয়ার জন্য, তা এখন স্পষ্ট

ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, জাবি উপাচার্যের বক্তব্যেই প্রমাণিত হয় তিনি দুর্নীতি করেছেন তিনি নিজেই বলেছেন,

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন