ইউরোপ জয়ীদের আজীবন বেতন!

বার্সেলোনার সাবেক, বর্তমান ভবিষ্যতের খেলোয়াড়রা বিশেষ একটি কারণে লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞ থাকতে পারেনতার জন্যই কাতালান ক্লাবটির হয়ে ইউরোপিয়ান শিরোপাজয়ী প্রতিটি খেলোয়াড়কে আজীবন বেতন প্রদানের অঙ্গীকার করেন ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা

এখন পর্যন্ত পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি কাপ উইনার্স কাপ তিনটি ফেয়ারস কাপ শিরোপা জিতেছে বার্সেলোনা এতে ক্লাবটির অন্তত ২৯০ জন খেলোয়াড় আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং আজীবন বেতন পেয়েছেন

আর্জেন্টাইন খেলোয়াড় হুয়ান কার্লোস হেরেদিয়া ১৯৭৯ সালে ইয়োহান ক্রুইফের সঙ্গে কাপ উইনার্স কাপ শিরোপা জয় করেন তিনিও বার্সার কাছ থেকে আজীবন বেতন পেয়েছেন এবং ভীষণ উদ্দীপ্ত হয়ে বিষয়টি প্রকাশ করেছেন সম্প্রতি দ্য ট্যাকটিক্যাল রুম-কে হেরেদিয়া বলেন, রোমে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে তখন ক্লাব প্রেসিডেন্ট ঘোষণা করেন, যারা বার্সেলোনার হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সবাইকে আজীবন বেতন দেয়া হবে হ্যাঁ, তিনি অঙ্গীকার রেখেছেন

২০০৯ সালের ফাইনালে ৭০ মিনিটে মেসি গোল করে বার্সেলোনার শিরোপা জয় নিশ্চিত করেন এর আগে শুরুর দিকে গোল করেছিলেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল এতো কাতালানরা এরপর ২০১১ ২০১৫ সালেও মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করার কৃতিত্ব দেখায় তাদের হয়ে ইউরোপ জয় করা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন হালের সেনসেশন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও, যিনি ২০১৭ সালে নাম লেখান প্যারিস সেন্ট জার্মেই ক্লাবে

স্পেনের সাবেক রাজনীতিক হোয়ান লাপোর্তা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত এফসি বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তার সময়ে ক্লাবটির কোচ ছিলেন পেপ গার্দিওলা এবং ওই সময় ক্লাবটি মোট ছয়টি শিরোপা জয় করে

চলতি মিশনেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার বার্সেলোনা ২৬ বারের লা লিগা চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তাদের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড স্লাভিয়া প্রাহা ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারলে রিয়াল মাদ্রিদকে শক্ত বার্তাই দিতে পারবে বার্সেলোনা কেননা এটা হবে ১৫ বছরে তাদের পঞ্চম শিরোপা ২০০৬, ২০০৯, ২০১১ ২০১৫ সালের পর কি ২০২০? তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ২০১৭, ২০১৮ ২০১৯ সালে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছে এবার বার্সেলোনা জিতলে দুই স্প্যানিশ জায়ান্টের দ্বৈরথ আরেকটু গতি পাবে বৈক??

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন