বিএসইসির অডিটর প্যানেল থেকে বাদ আতা খান অ্যান্ড কোং

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পুনর্গঠিত অডিটর প্যানেল থেকে বাদ পড়েছে আতা খান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। গতকাল অডিটর প্যানেলের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে বিএসইসি। এতে আগের তালিকা থেকে আতা খান অ্যান্ড কোং-এর নাম বাদ পড়ে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আতা খান অ্যান্ড কোং বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডকে বিধিবহির্ভূতভাবে তিন বছরের বেশি সময় নিরীক্ষা করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি উপরোক্ত সিকিউরিটিজ আইন বিধিবিধানগুলোর লঙ্ঘন অডিট রিপোর্টে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়ার মাধ্যমেও সিকিউরিটিজ আইন বিধিবিধান লঙ্ঘিত হয়েছে। এসব কারণে কমিশন আতা খান অ্যান্ড কোং-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএবি) নির্দেশনা পাঠানোর পাশাপাশি কমিশনের অডিটর প্যানেল থেকে আতা খান অ্যান্ড কোংকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত বা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ায় থাকা কোম্পানির নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে নিরীক্ষকদের বিস্তারিত তালিকা পুনর্গঠন করেছে বিএসইসি। কমিশনের তালিকার বাইরে থাকা কোনো অডিট ফার্মকে দিয়ে কোনো তালিকাভুক্ত বা আইপিও কোম্পানি অডিট করাতে পারবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন