পশ্চিমা জিম্মির বিনিময়ে তালেবান বন্দি মুক্ত করবে আফগানিস্তান

বণিক বার্তা ডেস্ক

 দুজন পশ্চিমা জিম্মির বিনিময়ে উচ্চপদস্থ তিন তালেবান বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে আফগানিস্তান গতকাল দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি ঘোষণা দিয়েছেন সন্ত্রাসী সংগঠন তালেবান ২০১৬ সালে এই দুই পশ্চিমা নাগরিককে অপহরণ করেছিল খবর এএফপি

আনাস হাক্কানি তিন তালেবান বন্দির একজন ২০১৪ সালে তাকে আটক করা হয় আনাসের বড় ভাই তালেবানের উপনেতা এবং গোষ্ঠীটির কুখ্যাত সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রধান

প্রেসিডেন্সিয়াল ভবন থেকে এক ঘোষণায় গানি বলেন, আমরা শর্তসাপেক্ষে তিন তালেবান বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এই বন্দিরা আফগান সরকারের হেফাজতে বাগরাম কারাগারে রয়েছে

তবে পশ্চিমা জিম্মিদের নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি তিনি এই জিম্মিদের একজন অস্ট্রেলিয়ার একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এছাড়া কখন বা কোথায় তাদের মুক্ত করা হবে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি

তিনি আরো জানান, অধ্যাপক দুজনের মুক্তির মধ্য দিয়ে তার সরকার তালেবানের মধ্যে সরাসরি অনানুষ্ঠানিক আলোচনা শুরুর পথ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য, আফগান সরকারের আলোচনার প্রস্তাব দীর্ঘদিন ধরেই প্রত্যাখ্যান করে আসছে তালেবান ২০১৬ সালের আগস্টে সামরিক ইউনিফর্ম পরিহিত বন্দুকধারীরা আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের দুই অধ্যাপককে অপহরণ করে নিয়ে যায় পরে তালেবানের জিম্মি ভিডিওতে মার্কিন নাগরিক কেভিন কিং অস্ট্রেলিয়ান টিমোথি উইকসকে দেখা যায়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন