এক বছরে নিউমোনিয়ায় আট লাখ শিশুর মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

 নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত বছর আট লাখ শিশু মারা গেছে, যাদের বয়স পাঁচ বছরের নিচে জাতিসংঘ শিশু সংস্থার (ইউনিসেফ) সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, প্রতি ৩৯ সেকেন্ডে একটি শিশু নিউমোনিয়ায় মারা যাচ্ছে খবর আনাদোলু এজেন্সি

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী অন্তত হাজার ২০০ শিশু নিউমোনিয়ায় মারা যাচ্ছে, যা নিরাময়যোগ্য এবং বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় বৈশ্বিক অঙ্গীকার বিনিয়োগ বৃদ্ধি জরুরি

ইউনিসেফের প্রতিবেদনে আরো বলা হয়, মাত্র পাঁচটি দেশেই অর্ধেকের বেশি মৃত্যু ঘটে দেশগুলো হচ্ছে নাইজেরিয়া ( লাখ ৬২ হাজার), ভারত ( লাখ ২৭ হাজার), পাকিস্তান (৫৮ হাজার) গণপ্রজাতন্ত্রী কঙ্গো (৪০ হাজার) ইথিওপিয়া (৩২ হাজার)

বেশির ভাগ শিশুর মৃত্যু ঘটে দুই বছরেরও কম বয়সে অন্যদিকে প্রথম মাসেই মারা গেছে লাখ ৫৩ হাজার শিশু

টিকা দিয়ে রোগটি প্রতিরোধ করা যায় এবং যদি ঠিকভাবে রোগটি চিহ্নিত করা যায়, তাহলে নিরাময়ে অল্পমূল্যের অ্যান্টিবায়োটিক ব্যবহারেই রোগটি সেরে যায় বলে জানায় ইউনিসেফ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন