নতুন বাসায় আসবাবের বিন্যাস

ফিচার ডেস্ক

জীবিকা, শিশুদের স্কুল বা নানা প্রয়োজনের তাগিদে বাসা পরিবর্তন করতে হয়। ভাড়া বাসায় যারা থাকেন তাদের ক্ষেত্রে এটা সাধারণ নিয়মে পরিণত হয়েছে। বাসা পরিবর্তন করা অসম্ভব বিরক্তিকর কষ্টসাধ্য কাজও বটে। বাসা পরিবর্তনের সঙ্গে ঘরও আবার নতুন করে গোছাতে হয়। বেশির ভাগ ক্ষেত্রে পুরনো আসবাব দিয়েই চিন্তা করতে হয় নতুন বাসা সাজানোর। নতুন বাসায় পুরনো আসবাবপত্রের খাপ খাওয়ানো নিয়েও ভাবনা থাকে। এমনিতেই বাড়ি ভর্তি করার জন্য আসবাব কেনার সময় আসবাবের বিন্যাসের পরিকল্পনা করা বেশ শক্ত। সেখানে বাড়ি পরিবর্তন করে যখন সেই আসবাব নতুন বাসায় নিয়ে যাচ্ছেন, তখন আসবাবের বিন্যাস করা আরো চ্যালেঞ্জ হয়ে যায়। এজন্য পুরনো আসবাব বিক্রি করে নতুন বাসার আকার অনুযায়ী নতুন আসবাব কেনাই সহজ উপায়। কিন্তু এখানে অনেক অর্থের অপচয় হয়

আগে পরিকল্পনা করে নিন

বাসা পরিবর্তন করার আগে আপনাকে পরিকল্পনা করে নিতে হবে। পরিকল্পনায় নতুন যে বাসায় আপনি উঠতে যাচ্ছেন, সেখানে কী পরিমাণ কক্ষ জায়গা আছে, সেটা ভালো করে দেখে আসুন। সে জায়গায় আপনার আসবাব কীভাবে সাজানো যায়, তা নিয়ে ভাবুন। প্রয়োজন পড়লে নতুন বাসার জায়গা আপনার আসবাব পরিমাপ করে নির্ধারণ করতে পারেন। কোন ঘরে কোন আসবাব এবং কোথায় কী রাখবেন, সেটা আগে থেকেই নির্ধারণ করে নিন। কারণ পরে আবার আসবাবের জায়গা পরিবর্তন করা বেশ ঝামেলার কাজ। এজন্য পরিকল্পনা করে আগে থেকেই সব ঠিকঠাক করে রাখুন।

 

বাসা ফাঁকা করে নিন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন