চাল রফতানি থেকে মিয়ানমারের আয় সাড়ে ৬ কোটি ডলার

বণিক বার্তা ডেস্ক

চলতি অর্থবছরের অক্টোবরে মিয়ানমার থেকে লাখ ২০ হাজার টনের বেশি চাল ভাঙা চাল রফতানি হয়েছে, যা থেকে দেশটির আয় হয়েছে সাড়ে কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় সময় ৯০ হাজার টন চাল বেশি রফতানি হয়েছে। গত বছরের তুলনায় বাড়তি আয় হয়েছে কোটি ১০ লাখ ডলারের বেশি। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর ইলেভেন মিয়ানমার।

মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব খিন মং লউইন বলেন, ২০১৯-২০ অর্থবছরের থেকে ২৫ অক্টোবর পর্যন্ত লাখ ২০ হাজার টনের বেশি চাল ভাঙা চাল রফতানি হয়েছে।

২০১০ সালের পর চাল রফতানি বাড়িয়ে আসছে মিয়ানমার। ২০১৭-১৮ অর্থবছরে দেশটি থেকে ৩৫ লাখ ৮০ হাজার টন চাল রফতানি হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ২৯ লাখ ৫৪ হাজার টন চাল রফতানি করে দেশটি, যা থেকে দেশটির আয় আসে ১০০ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ডলার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন