যুক্তরাষ্ট্রের ভুট্টা উৎপাদন প্রাক্কলন কমিয়েছে ইউএসডিএ

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রধান উৎপাদনকারী অঞ্চলে প্রতিকূল পরিবেশের জেরে ভুট্টার উৎপাদন প্রাক্কলন কমিয়ে এনেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) প্রতিষ্ঠানটির সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

ইউএসডিএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, চলতি উৎপাদন মৌসুমে যুক্তরাষ্ট্রে মোট হাজার ৩৬৬ কোটি ১০ লাখ বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) ভুট্টা উৎপাদন হতে পারে। সময়ে দেশটিতে খাদ্যপণ্যটির একরপ্রতি গড় ফলন দাঁড়াতে পারে ১৬৭ বুশেলে।

এর আগে অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছিল, দেশটিতে এবার মৌসুমে ভুট্টার উৎপাদন দাঁড়াতে পারে হাজার ৩৭৭ কোটি ৯০ লাখ বুশেল এবং একরপ্রতি ফলন ধরা হয়েছিল ১৬৮ দশমিক বুশেল। সে হিসাবে এক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ভুট্টা উৎপাদনের প্রাক্কলন কমিয়েছে ১১ কোটি ৮০ লাখ বুশেল একরপ্রতি ফলন কমিয়েছে দশমিক বুশেল।

ইউএসডিএর সর্বশেষ প্রতিবেদনে দেশটির ভুট্টার সমাপনী মজুদের পূর্বাভাসও কমানো হয়েছে। এতে বলা হয়, চলতি উৎপাদন বর্ষে দেশটিতে খাদ্যপণ্যটির সমাপনি মজুদ দাঁড়াতে পারে ১৯১ কোটি বুশেল। আগের মাসের প্রতিবেদনে কৃষিপণ্যটির মজুদ প্রাক্কলন করা হয়েছিল ১৯২ কোটি ৯০ লাখ বুশেল।

প্রতিবেদনে দেশটির সয়াবিন গম উৎপাদনের প্রাক্কলন ধরা হয়েছে যথাক্রমে ৩৫৫ কোটি বুশেল ১৯২ কোটি বুশেল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন