প্রথম মাসেই মুনাফায় ভারতের বেসরকারি রেলসেবা

চলতি বছরের অক্টোবরে ৭০ লাখ রুপি মুনাফা করেছে ভারতের বেসরকারি রেলসেবা তেজাস এক্সপ্রেস। সূত্র মারফত জানা গেছে, গত মাসে টিকিট বিক্রি বাবদ কোম্পানিটির মোট আয় হয়েছে কোটি ৭০ লাখ রুপি। লক্ষে থেকে দিল্লিমুখী তেজাস এক্সপ্রেসের সেবা দি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশনের (আইআরসিটিসি) সম্প্রসারণ পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। ভারতের ৫০টি স্টেশনকে আধুনিকায়নের লক্ষ্যে দেশটির রেলওয়ে নেটওয়ার্কে ১৫০টি বেসরকারি যাত্রীবাহী ট্রেন চলাচলের সুযোগ দেবে আইআরসিটিসি। গত অক্টোবর যাত্রার পর বেসরকারি খাতের ট্রেনসেবাটির গড়ে ৮০-৮৫ শতাংশ আসন পূর্ণ ছিল। থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২১ কর্মদিবসে (সপ্তাহে ছয়দিন চালু ছিল সেবা) আইআরসিটিসির মোট ব্যয় হয়েছে কোটি রুপি। ভারত রেলওয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি ট্রেনসেবা চালু রাখতে প্রতিদিন ১৪ লাখ রুপি ব্যয় করে এবং যাত্রীদের ভাড়া থেকে দৈনিক ১৭ লাখ ৫০ হাজার রুপি আয় করেছে।       সূত্র: পিটিআই

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন