ক্যালিফোর্নিয়া দাবানলে ১৩শ কোটি ডলার ক্ষতিপূরণ পিজিঅ্যান্ডইর

দেউলিয়া হয়ে পড়া ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিঅ্যান্ডই) দাবানলে ক্ষতিগ্রস্তদের হাজার ৩৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে। কোম্পানি পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে পিজিঅ্যান্ডই ক্ষতিপূরণ দিতে চায়।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দাবানলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে সমপরিমাণ অর্থ আরেকটি প্রতিদ্বন্দ্বী গ্রুপও প্রস্তাব করেছে। নোটহোল্ডারদের গ্রুপটি পরিচালিত হয় প্যাসিফিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এলিয়ট ম্যানেজমেন্ট করপোরেশন কর্তৃক।

প্রসঙ্গত, ২০১৭  ১০১৮ সালে উত্তর ক্যালিফোর্নিয়ায় একাধিক ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত পিজিঅ্যান্ডই জানুয়ারিতে নীতিমালার ১১ অধ্যায় অনুযায়ী দেউলিয়াত্বের জন্য আবেদন করে। এসব দাবানলে কোম্পানিটির সরঞ্জামও উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়। 

এদিকে দাবানলে ক্ষতিগ্রস্তদের এক আইনজীবী বলেন, গত মাসে আমরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে হাজার সাড়ে ৩০০ কোটি ডলার দাবি করি।

অন্যদিকে পিজিঅ্যান্ডই ক্ষতিপূরণ হিসেবে এর আগে ৮৪০ কোটি ডলার প্রস্তাব করেছিল।       সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন