দেশেই সংযোজন হচ্ছে অপো স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সংযোজন করাএ৫এসএবংএ১কেমডেলের দুটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে অপো বাংলাদেশ। গাজীপুরে স্থাপিত অপোর মোবাইল সংযোজন কারখানায় ডিভাইস দুটি সংযোজন করা হয়েছে। কারখানায় প্রতি বছর তৈরি হবে ১০ লাখ স্মার্টফোন। ফলে দেশের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে পাবেন অপো স্মার্টফোন।

অপো বাংলাদেশের তথ্যমতে, বাংলাদেশে বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে স্মার্টফোন নিয়ে নতুন সব উদ্ভাবন আরো সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে। বাংলাদেশে স্থাপিত কারখানা বিশ্বে অপোর দশম স্মার্টফোন কারখানা।

গাজীপুরে বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড নামে স্থাপিত অপোর স্মার্টফোন কারখানায় দুই শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। অপোর গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসরণ করে কারখানাটি স্থাপন করা হয়েছে। দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও বাংলাদেশে তৈরি স্মার্টফোন রফতানির পরিকল্পনা রয়েছে অপোর। কারখানায় অপো এ৫এস এবং এ১কে মডেল দুটি সংযোজন করা হচ্ছে।

বিষয়ে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ বাংলাদেশ। ডিজিটালাইজেশনের দিক থেকেও নেতৃত্বের আসনে রয়েছে দেশটি। এখানে স্মার্টফোন সংযোজন কারখানা চালুর মাধ্যমে অপো গ্রাহকদের হাতে আরো সাশ্রয়ী দামে স্মার্টফোন তুলে দিতে সক্ষম হবে, যা মানুষের কাছে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন