সরকারি গাছ কেটে টাকা আত্মসাৎ

দিনাজপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর

 বিনা অনুমতিতে সরকারি গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়

সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যানের নাম মো. জিয়াউর রহমান জিয়া তিনি সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান

প্রজ্ঞাপনে বলা হয়, সদর উপজেলার নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া সরকারি রাস্তার গাছ কেটে বিক্রয় করে সেই টাকা আত্মসাতের অভিযোগ উপপরিচালক, স্থানীয় সরকার দিনাজপুর কর্তৃক তদন্তে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪() ধারা অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে

তবে অভিযোগের বিষয়ে আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া সাংবাদিকদের জানান, আমার কাছে এখনো রকম কোনো চিঠি আসেনি আমি নিয়মানুযায়ী গাছ কেটে সরকারি কোষাগারে টাকা জমা করেছি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন