পেট্রোকেমের নিম্নমানের ভুট্টাবীজ

চুয়াডাঙ্গায় কৃষি বিভাগের তদন্ত কমিটির মাঠ পরিদর্শন

বণিক বার্তা প্রতিনিধি চুয়াডাঙ্গা

 চুয়াডাঙ্গায় পেট্রোকেমের নিম্নমানের ভুট্টাবীজ কিনে কৃষকদের প্রতারিত হওয়ার খবর বণিক বার্তায় প্রকাশিত হওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ কৃষি মন্ত্রণালয়ের সিড উইং থেকে এক চিঠির মাধ্যমে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয় তদন্ত কমিটির সদস্যরা গত সোমবার সদর উপজেলার বেগমপুর গ্রামে কৃষকদের ভুট্টাক্ষেত পরিদর্শন করেন

চুয়াডাঙ্গা কৃষি বিভাগের উপপরিচালক আলী হাসানকে তদন্ত কমিটির প্রধান করা হয় কমিটিতে আরো রয়েছেন কুষ্টিয়া বিএডিসির বীজ বিপণন কর্মকর্তা উপপরিচালক একেএম কামরুজ্জামান শাহীন, সদর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শারমিন আক্তার চুয়াডাঙ্গা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বণিক বার্তায় নিম্নমানের ভুট্টাবীজে প্রতারিত চুয়াডাঙ্গার কৃষকরা; পেট্রোকেমের বীজ প্রত্যাহারের নির্দেশ শীর্ষক সংবাদ প্রকাশের পরই কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়

তদন্ত কমিটি গত সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পেট্রোকেমের বিক্রয় প্রতিনিধি সঞ্জিব কুমার, আঞ্চলিক ব্যবস্থাপক আলমাস হোসেন খান কৃষিতত্ত্ববিদ সুলতান আলমকে নিয়ে তাদের পছন্দের কৃষকদের ভুট্টাক্ষেত পরিদর্শন করে তবে বেগমপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেন, তদন্ত দলের সদস্যরা তাদের কাছে পেট্রোকেমের পোকায় ধরা পাইওনিয়ার পি-৩৩৫৫ বীজের বিষয়ে কিছু জানতে চায়নি

বিষয়ে পেট্রোকেমের বিক্রয় প্রতিনিধি সঞ্জিব কুমার বলেন, তদন্ত দলের সঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু প্রতিবেদন তো আর আমরা দেব না ফলে তদন্ত দলের সঙ্গে আমরা থাকলেও কোনো সমস্যা নেই

তদন্ত কমিটির প্রধান চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান বলেন, পেট্রোকেমের পাইওনিয়ার পি-৩৩৫৫ ভুট্টাবীজ বাজারজাত করতে দেয়া হবে না পোকাধরা বীজ বপন করে কৃষকদের পরে কোনো সমস্যা হলে তার দায়িত্ব আমরা নিতে পারব না ফলে সমস্যার আগেই আমরা ব্যবস্থা নিয়েছি তদন্ত কমিটির প্রতিবেদনেও কথাই উল্লেখ থাকবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন