নির্মাণের তিন বছরেও চালু হয়নি নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

 দিনাজপুরের নবাবগঞ্জে নয়টি ইউনিয়নে বসবাস করে দুই লাখের বেশি মানুষ বিপুল জনগোষ্ঠীর উপজেলায় অগ্নিকাণ্ড দুর্ঘটনায় উদ্ধারকাজের জন্য একটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে উপজেলা সদরে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হয় কিন্তু প্রয়োজনীয় জনবল সরঞ্জামের অভাবে আজও সেটি চালু করা যায়নি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ সদরের খয়েরগনি গ্রামে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ শুরু হয় ২০১৫ সালের ২৭ জুলাই এক বছরের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হয় এরপর তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও স্টেশনটিতে একজন নৈশপ্রহরী ছাড়া অন্য কোনো জনবল নিয়োগ দেয়া হয়নি সরবরাহ করা হয়নি উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম অবস্থায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন থাকলেও অগ্নিকাণ্ড বিভিন্ন দুর্ঘটনায় সেটির সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী অন্য এলাকা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আসতে আসতে বেড়ে যাচ্ছে ক্ষতির পরিমাণ

স্থানীয়রা জানায়, চার বছর আগে নবাবগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু হয় এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ায় তারা আশান্বিতও হয়েছিলেন ভেবেছিলেন, অগ্নিকাণ্ড দুর্ঘটনায় দ্রুত জরুরি সেবা পাবেন কিন্তু নির্মাণের তিন বছর অতিবাহিত হলেও স্টেশনটি চালু করা হয়নি প্রায়ই এটি চালু হবে বলে খবর এলেও বাস্তবে তা ঘটছে না

লুত্ফর রহমান মাহবুব হোসেন নামে দুজন বলেন, স্টেশনটি আদৌ চালু হবে কিনা, আমরা বুঝতে পারছি না এলাকায় আগুন লাগলে কিংবা দুর্ঘটনা ঘটলে আশপাশের উপজেলার অগ্নিনির্বাপক দলের জন্য অপেক্ষায় থাকতে হয় বেশ কয়েকবারই দেখা গেছে, উদ্ধারকারী দল আসার আগেই সব পুড়ে গেছে অবস্থায় আমাদের দাবি, দ্রুত লোকবল নিয়োগ সরঞ্জামের ব্যবস্থা করে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হোক

নবাবগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের নৈশপ্রহরী আলাউদ্দিন বলেন, তিনি তিন বছর ধরে এখানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত এখানে তিনি ছাড়া অন্য কোনো কর্মচারী নেই কবে নাগাদ ফায়ার সার্ভিস স্টেশন চালু হবে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই

নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, দীর্ঘদিনের দাবির পর ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মাণ করা হলেও সেটি উপজেলাবাসীর কোনো কাজে আসছে না নির্মাণের পর তিন বছর ধরে এটি বন্ধ পড়ে আছে আমি স্টেশনটি চালু করার জন্য জেলা সমন্বয় কমিটির বৈঠকসহ বিভিন্ন দপ্তরে কথা বলেছি কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন