কুড়িগ্রামে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম

 কুড়িগ্রামে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া কোটি ৮৬ লাখ ৬০ হাজার ১৩০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, কুড়িগ্রাম ২২ বিজিবির অধীনে থাকা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় ১০ হাজার ৬১৩ বোতল ফেনসিডিল, হাজার ৬৫৮ বোতল মদ, ৭০২ কেজি গাঁজা, ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, হাজার ১৭ বোতল সিরাপ, ২২ ক্যান বিয়ার ৯০ প্যাকেট খৈনি আটক করা হয় এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য কোটি ৮৬ লাখ ৬০ হাজার ১৩০ টাকা, যা গতকাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন