সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৩-৪ বছরের মধ্যে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

আগামী তিন-চার বছরের মধ্যে সারা দেশে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল জাতীয় সংসদে বিএনপিদলীয় সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে বিকাল সোয়া ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

একই প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ কোরিয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে ৫০ বছর লেগেছে। বাংলাদেশের এত সময় লাগবে না। তিনি বলেন, সরকার কখনই বলেনি যে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা গেছে। তবে তিন-চার বছরের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

চট্টগ্রামের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ইডকলের অর্থায়ন টিআর-কাবিটা প্রকল্পের অধীনে বর্তমানে সৌরবিদ্যুতের গ্রাহক ৬০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন। এর মধ্যে ইডকলের নিজস্ব অর্থায়নে ৪১ লাখ ৬৫ হাজার ৯৯১, টিআর-কাবিটা প্রকল্পের অধীনে ইডকলের স্থাপিত গ্রাহক ১১ লাখ ২৭ হাজার ১৫৮ এবং অন্যান্য সংস্থার স্থাপিত লাখ ৪৫ হাজার ১৫৪ জন।

মানিকগঞ্জের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৫১০ কিলোওয়াট/ঘণ্টা। সারা দেশে অফগ্রিড এলাকায় স্থাপিত সোলার হোম সিস্টেমের সংখ্যা ৫০ লাখ ৫৯ হাজার ৬৯।

বগুড়ার গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বর্তমান সরকারের আমলে ১০ বছরে ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে (২০০৯-১৯) পর্যন্ত গৃহস্থালি, বিদ্যুৎ সার খাতে চারবার, শিল্প, ক্যাপটিভ পাওয়ার, চা বাণিজ্যিক খাতে পাঁচবার এবং সিএনজি খাতে ছয়বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

লক্ষ্মীপুরের আব্দুল মান্নানের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ছয়টি গ্যাস কোম্পানির আওতায় বর্তমানে ৪২ লাখ ৯০ হাজার গৃহস্থালি সংযোগ রয়েছে। ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত তিতাস কর্ণফুলী গ্যা?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন