সংলাপে বক্তারা

জলবায়ু পরিবর্তনে ফণী ও বুলবুলের মতো ঝড়ের প্রকোপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান উপরের সারিতে। গত ছয় মাসের ব্যবধানে বড় দুটি ঝড়ের কবলে পড়েছে দেশের উপকূলীয় অঞ্চল। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে দেশে ফণী বুলবুলের মতো ঝড়ের প্রকোপ দিন দিন বেড়েই চলছে।

আগামী -১৩ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ২৫তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কোপ ২৫) সামনে রেখে গতকাল রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ইউএন উইমেনের সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (বিসিএএস) আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। বিসিএএসের নির্বাহী পরিচালক . আতিক রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়নুল কবির। বিশেষ অতিথি হিসেবে মতামত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা শ্লিয়েটার, জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক . সলিমুল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শোকো ইশিকাওয়া অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি সংস্থা নাগরিক সমাজের প্রতিনিধিদের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আয়নুল কবির বলেন, বর্তমানে ৪৩টি মন্ত্রণালয় লিঙ্গসমতা আনয়নের লক্ষ্যে বাজেট প্রণয়ন করছে। পাশাপাশি ১৩টি মন্ত্রণালয় বাজেট প্রণয়নে প্রাধান্য দিয়েছে শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে। আমরা নারী-পুরুষ সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন